মৌলভীবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ০২, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০২, ২০২১
০২:২১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ অভিযানে জুড়ী নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার জুড়ী নদীর দুইপাশে অবৈধভাবে দখলকৃত জমিতে কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে এ অভিযান শুরু হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল-আমিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান জানান, ভারত থেকে নেমে আসা জুড়ী নদীর দুইপাশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। এতে করে নদীর দুইপাশ ভরাট হয়ে ছোট হয়ে গেছে নদীটি ।
তিনি বলেন, অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের জন্য অনেকবার দখলদারদের নোটিশ দেওয়া হলেও তাতে কর্ণপাত করেনি তারা। সরকারের সম্পদ উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
জুড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম জানান, এই জায়গাগুলো পানি উন্নয়ন বোর্ডের। পাশাপাশি যেগুলো লিজ দেওয়া আছে তাদেরকে উচ্ছেদ করা হবে না। যাদের মেয়াদ উত্তীর্ণ, তাদের সম্পত্তিও সরকারের। এসব অবৈধ বসতবাড়ি, দোকানপাটসহ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে নদীর পাশ সংস্কার করা হবে।
এসএইচ/আরআর-০৭