কুলাউড়ায় চাচাতো ভাইদের হাতে প্রবাসী খুন

কুলাউড়া প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৩, ২০২১
০১:৪৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২১
০২:০৭ পূর্বাহ্ন



কুলাউড়ায় চাচাতো ভাইদের হাতে প্রবাসী খুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) আপন চাচাতো ভাইদের হাতে নৃশংসভাবে খুন হয়েছেন সৌদি আরব প্রবাসী শামীম আহমদ (৫১)। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ, স্থানীয় লোকজন, নিহতের ভাই আব্দুল মান্নান ও আব্দুল মতলিব জানান, রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে সৌদি আরব প্রবাসী শামীম আহমদের পরিবারের সঙ্গে তার আপন চাচাতো ভাই সুফিয়ান আহমদের পরিবারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে দীর্ঘদিন থেকে। শামীম আহমদের বাড়ির ১০ শতক জমি জোরপূর্বক দখলে নেন সুফিয়ান আহমদ। গত ৭ জানুয়ারি শামীম আহমদ দেশে ফেরার পর নতুন করে বিরোধ দেখা দেয়। ইতোমধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে উপজেলার কাদিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে বাড়ি বানিয়ে আলাদাভাবে বসবাস করছিলেন শামীম আহমদ।

মঙ্গলবার দুপুর ১২টায় দখলকৃত জমিটি উদ্ধার করতে বাড়িতে যান শামীম আহমদ। বাড়িতে যাওয়ার পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের একপর্যায়ে সুফিয়ান আহমদের নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে শামীম আহমদের ওপর আক্রমন চালালে তিনি মারাত্মক আহত হন। পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরভী সেন শামীম আহমদকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম আহমদের ৩ ভাই, ২ বোন ও আত্মীয়-স্বজনের আর্তনাদে কুলাউড়া হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঘটনার সুফিয়ান আহমদের শ্যালক সাজু, বোন শিল্পী ও স্ত্রী হেপি বেগমকে গ্রেপ্তার করেছে।

নিহত শামীম আহমদের পরিবারের লোকজন জানান, একটি চক্রের ইন্ধনে দু’টি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। ইতোপূর্বে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক চলাকালে সুফিয়ান আহমদ বহিরাগত লোকজন নিয়ে একাধিকবার হামলা চালান। ওই ঘটনায় আব্দুল মতলিব বাদী হয়ে কুলাউড়া থানায় মামলা (নং-১৪৩/১৯) দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য নোমান আহমদ বলেন, 'আমি বর্তমানে সিলেটে আছি। তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলমান আছে। আমাদের বিচারে রেখেই তারা মারামারি শুরু করে। ফলে আমরা এখন আর তাদের বিচারে যাই না। ওয়ার্ডের দীর্ঘদিনের মেম্বার হিসেবে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।'

রাউৎগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, দীর্ঘদিন থেকে দু’টি পরিবারের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। নোমান মেম্বার তাকে সালিশ বৈঠকে নেন। সেদিন তিনি সেখানে না থাকলে যে সংঘর্ষ বেঁধেছিল তাতে হত্যাকাণ্ড সংঘটিত হতে পারত।

এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল মতলিব বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

জেএইচ/আরআর-০৬