কুলাউড়া প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৪, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন
দীর্ঘ অপেক্ষার অবসান শেষে মৌলভীবাজারের কুলাউড়ায় আসছে ১১ হাজার ৭০০ ডোজ করোনা ভ্যাকসিন। আগামী শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা ইপিআই সেন্টার থেকে এই টিকাগুলো আসবে কুলাউড়ায়।
করোনা ভ্যাকসিন প্রদানের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা, ইউএনওকে সভাপতি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাকে সদস্য সচিব করে ১৬ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রদান পরিচালনা কমিটির সভায় এমন তথ্য জানানো হয়।
সভায় উপজেলা ভ্যাকসিন প্রদান কমিটির সভাপতি ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নুরুল হকের পরিচালনায় বক্তব্য দেন, কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার প্রমুখ।
কুলাউড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক গণমাধ্যমকে জানান, করোনা প্রতিরোধকারী ৬০ হাজার ডোজ ভ্যাকসিন ইতোমধ্যে মৌলভীবাজারে এসে পৌঁছেছে। এর মধ্যে ১ হাজার ১৭০টি ভায়ালে মোট ১১ হাজার ৭০০ ডোজ টিকা কুলাউড়ায় আসবে। টিকা প্রদান, সংরক্ষণসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বর্তমানে টিকাদানকারী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদানে দক্ষ সিনিয়র নার্স, মিডওয়াইফ, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সেকমোসহ দক্ষ স্বেচ্ছাসেবীরা কাজ করবেন। কুলাউড়া হাসপাতালে আইএলআর (হিমায়িত ব্রাক্সের মধ্যে সংরক্ষণ) টিকাগুলো +২ ডিগ্রি থেকে +৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতে সংরক্ষণাগারে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি রাখা হয়েছে জেনারেটরের ব্যবস্থা।
তিনি আরও বলেন, সরকার নির্ধারিত নিয়মানুযায়ী দশ বা দশের গুণিতক লোককে প্রতিদিন টিকা এ টিকা দেওয়া হবে। টিকা প্রয়োগের জন্য আমরা ৫ জন জেলা থেকে প্রশিক্ষণ নিয়েছি। টিকাদানকারীদের প্রশিক্ষণ ৩-৪ ফেব্রুয়ারি ও স্বেচ্ছাসেবীদের আগামী ৬ ফেব্রুয়ারি প্রশিক্ষণ দেওয়া হবে এবং ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হবে।
উপজেলা কমিটির সভাপতি ইউএনও এ টি এম ফরহাদ চৌধুরী জানান, করোনা ভ্যাকসিন প্রদানের জন্য এখন সবার প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহের কাজ চলমান আছে। প্রথম ধাপে টিকা দেওয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, গণমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, বীর মুক্তিযোদ্ধাগণ, ব্যাংক-বীমা প্রশাসনের মাঠকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখযোদ্ধাদের। ইতোমধ্যে মৌলভীবাজার থেকে ৫ জন দক্ষ ডাক্তার প্রশিক্ষণ নিয়ে এসেছেন। এছাড়া ১৮ বছরের বেশি বয়সের যে কেউ টিকার জন্য www.surokkha.gov.bd লিংকে গিয়ে নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নার্স রেনু ভেরোনিকা কস্তাকে ভ্যাকসিন দেওয়ার মধ্য দিয়ে দেশে শুরু হয়েছে করোনা প্রতিরোধী টিকাদান কর্মসূচি।
জেএইচ/আরআর-০৮