বাংলাদেশের চার শ ছুঁই ছুঁই

ক্রীড়া প্রতিবেদক


ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৬:২৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
০৬:২৯ পূর্বাহ্ন



বাংলাদেশের চার শ ছুঁই ছুঁই

ওয়েস্টইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন দ্বিতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ। ৮ উইকেটে ৩৭৭ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। মেহেদী মিরাজ অপরাজিত আছেন ৭৬ রানে। সাদমান ইসলাম ও সাকিব আল হাসানের পর মেহেদী হাসান মিরাজও পেয়েছেন অর্ধশতক। তাদের রানের ওপর ভর করেই চার শ ছুঁই ছুঁই করছে বাংলাদেশ দলের।

গতকাল বুধবার ৫ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে দিন শেষ করেন লিটন সাকিবরা। তবে দিনের শুরুতেই লিটনের বিদায়ে হোচট খায় বাংলাদেশ। জোমেল ওয়ারিকান ত্রাস ছড়িয়েছেন আগের দিনও। দ্বিতীয় দিনের শুরুতেও আঘাত তারই। অফস্ট্যাম্পে আসতে থাকা বল জায়গা বানিয়ে খেলতে গিয়ে ব্যর্থ হয়েছেন লিটন, বলটা গিয়ে আঘাত হেনেছে তার অফস্ট্যাম্পেই। ব্যক্তিগত ৩৮ রানে ফিরেছেন লিটন।

লিটন যখন বিদায় নেন বাংলাদেশের সংগ্রহ তখন ৬ উইকেট হারিয়ে ২৪৮ রান। সেখান থেকে মেহেদী মিরাজকে সঙ্গে নিয়ে সংগ্রহ বাড়াতে থাকেন সাকিব। ওয়ারিকানের প্যাডে আসা বলটা লেগ সাইডে ঠেলে এক রান নিয়ে ক্যারিয়ারের ২৫তম টেস্ট অর্ধশতক তুলে নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে অর্ধশতকের পর সাদমান ইসলামের মতো তিনিও সংগ্রহ বড় করতে পারেননি। শতকের আশা জাগিয়েও হতাশ করে ফিরে যান তিনি। রাকিন কর্নওয়ালের হঠাৎ লাফিয়ে ওঠা বলে ব্যক্তিগত ৬৮ রানে ক্যাচ দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে। 

এরপর তাইজুলকে সঙ্গে নিয়ে মিরাজ রানের গতি সচল রেখে শেষ করেন প্রথম সেশন। মধ্যাহ্ন বিরতিতে যান যখন, তখন বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩২৮ রান। বিরতি থেকেই ফিরেই মিরাজ তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। প্রথম টেস্টের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অর্ধশতক পেতে তিনি খেলেছেন ৯৯ বল।

প্রথম দিনের মতো আজও প্রথম সেশনে বাংলাদেশ দুই উইকেট হারিয়েছে। দ্বিতীয় সেশনে হারাতে হয়েছে তাইজুল ইসলামের উইকেটও।

আরসি-১২