সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০৪, ২০২১
১০:২২ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৪, ২০২১
১০:২২ পূর্বাহ্ন
এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর ব্যাটে-বলে ভালোই কাটছে সাকিব আল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলের পারফরম্যান্সে হলেন সিরিজসেরা। ১১৩ রান করার সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আইপিএলেও ফিরতে পারেন সাকিব। তিনটি ফ্র্যাঞ্চাইজি দল সাকিবকে কেনার চেষ্টা করতে পারে বলে মনে করছে এ সংবাদমাধ্যম।
আইপিএলে সর্বশেষ সানরাইজার্স হায়দরাবাদে খেলেছিলেন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়ায় ২০১৯ সালে তাঁকে ছেড়ে দেয় হায়দরাবাদ। এবার আইপিএলে তাঁকে ভালো দামে কেনার প্রতিযোগিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।
আইপিএলে ৬৩ ম্যাচে ৫৯ উইকেট ও ৭৪৬ রান করেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা।
সাকিবকে কেনার দৌড়ে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির নাম।
এএন/০২