কুলাউড়ায় প্রবাসী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

কুলাউড়া প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০১:৩৩ পূর্বাহ্ন



কুলাউড়ায় প্রবাসী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সৌদি আরব প্রবাসী শামীম আহমদ হত্যা মামলার ২ নম্বর আসামি সুফিয়ান মিয়াকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পশ্চিম হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে মামলার ৭ আসামির মধ্যে ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এর আগে হত্যাকাণ্ডের দিন সুফিয়ানের শ্যালক সাজু মিয়া (২৮), বোন শিল্পী বেগম (২৮) ও স্ত্রী হেপী বেগমকে (৩৫) এবং এর পরদিন অন্য আসামি রাবেয়া বেগমকে (২৫) গ্রেপ্তার করেছিল পুলিশ।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে (২ ফেব্রুয়ারি) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সুফিয়ান মিয়া ও তার পরিবারের লোকজনের হাতে খুন হন আপন চাচাতো ভাই সৌদি আরব প্রবাসী শামীম আহমদ। এ ঘটনায় প্রবাসীর মেয়ে সাদিয়া শামিম সুমাইয়া বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, প্রবাসী শামীম আহমদ হত্যা মামলার মূলহোতা সুফিয়ানকে তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান আসামি সোহেলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

জেএইচ/আরআর-০৭