মৌলভীবাজার প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৩১ পূর্বাহ্ন
মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের রাস্তায় দ্রুতগামী গাড়ির চাপায় বিরল প্রজাতির একটি লাল হনুমান মারা গেছে। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মাগুরছড়া গ্যাস ফিল্ড এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে দ্রুতগামী একটি গাড়ির চাপায় ওই লাল হনুমান ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে বনকর্মীরা হনুমানটিকে মৃত অবস্থায় উদ্ধার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। তারা এসে মৃত হনুমানটিকে ঘটনাস্থলের কাছে মাটিচাপা দেন।
লাউয়াছড়া জাতীয় উদ্যানের ইকো গাইড সাজু মারছিয়াং বলেন, এ নিয়ে গত দুইমাসে ২টি হনুমানের মৃত্যু হলো এ সড়কে। লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের সড়কে গতি নিয়ন্ত্রক (স্পিড ব্রেকার) বসানো জরুরি। তা না হলে চালকদের বেপরোয়া গতির কারণে আরও অনেক প্রাণীর জীবন ঝুঁকিতে পড়বে।
লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত হনুমানটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে চাপা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, চালকদের বার বার সচেতন করা হয়েছে পাহাড়ি এলাকায় ধীরগতিতে গাড়ি চালানোর জন্য। তারা এ সতর্কতা মানছেন না। ফলে লাউয়াছড়া উদ্যানের ভেতরের সড়কে বন্যপ্রাণী মারা যাচ্ছে।
এসএইচ/আরআর-১১