বড়লেখায় পৌঁছেছে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

বড়লেখা প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন



বড়লেখায় পৌঁছেছে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন

মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রথম ধাপে ৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজ শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে সরকারি অ্যাম্বুলেন্সে করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব ভ্যাকসিন পৌঁছানো হয়। আগামীকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে করোনাভাইরাসের এই ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

শনিবার বড়লেখা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস এসব ভ্যাকসিন গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ডা. তৌফিক আজিজ ও ডা. রাজিব দেবনাথ, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) শৈলেশ চন্দ্র নাথ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, হাসপাতালের পরিসংখ্যানবিদ সুমন দাশ, ক্যাশিয়ার উজ্জ্বল সরকার, স্টোর কিপার জয়ন্ত চক্রবর্তী প্রমুখ।

 

এজে/আরআর-১৪