রাওয়ালপিণ্ডি টেস্টে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৭:০১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৬, ২০২১
০৭:০১ অপরাহ্ন



রাওয়ালপিণ্ডি টেস্টে পিছিয়ে দক্ষিণ আফ্রিকা


দ্রুত উইকেট হারিয়ে প্রথম ইনিংসে নিজেদের সংগ্রহটা বড় করতে পারেনি পাকিস্তান। তবে বোলারদের সৌজন্যে দক্ষিণ আফ্রিকাকেও স্বস্তিতে থাকতে দেয়নি দলটি। ১০৬ রানেই প্রোটিয়াদের টপ অর্ডারের চার উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। দিন শেষে প্রথম ইনিংসে ১৬৬ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

রাওয়ালপিণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ইনিংসে ২৭২ রান তুলে অলআউট হয়েছে স্বাগতিকরা। আর নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২৮ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১০৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান প্রথম ইনিংস: ২৭২ (ইমরান ১৫, আবিদ ৬, আজহার ০, বাবর ৭৭, ফাওয়াদ ৪৫, রিজয়ান ১৮, ফাহিম ৭৮*, হাসান ৮, ইয়াসির ৮, নুমান ৮, আফ্রিদি ০; রাবাদা ০/৭২, নর্টজে ৫/৫৬, মহারাজ ৩/৯০, লিন্ডে ০/৪, এলগার ০/৬, মুলডার ১/৪০)
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৮ ওভারে ১০৬/৪ (এলগার ১৫, মার্করাম ৩২, ডুসান ০, দু প্লেসি ১৭, বাভুমা ১৫*, ডি কক ২৪*; আফ্রিদি ০/১৯, হাসান ২/২৯, ফাহিম ১/১৬, নুমান ১/১৯, ইয়াসির ০/২৩)
এএন/০১