মিরাজের সামনে দুই রেকর্ডের হাতছানি

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন



মিরাজের সামনে দুই রেকর্ডের হাতছানি


রেকর্ড রান তাড়ায় নামা উইন্ডিজকে জুতসই শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। তবে মেহেদী হাসান মিরাজ পর পর উইকেট ফেলে ঠিকই নিয়ন্ত্রণ রেখেছেন বাংলাদেশের হাতে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বড় জয়ের সম্ভাবনার সঙ্গে মিরাজের সামনেও হাতছানি রয়েছে দুটি দারুণ রেকর্ডের।

শনিবার চতুর্থ দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের জেতার সব পরিস্থিতিই তৈরি। ম্যাচ জিততে হলে সফরকারীদের দরকার ২৮৫ রান, আর টাইগারদের নিতে হবে বাকি ৭ উইকেট। ১৫ রান নিয়ে ক্রিজে আছেন এনক্রুমা বোনার, ৩৭ রানে ব্যাট করছেন কাইল মায়ার্স।

বাংলাদেশের হয়ে সবগুলো উইকেটই তুলেছেন মিরাজ। এই টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন তিনি। নিয়েছিলেন চারটি উইকেট। দ্বিতীয় ইনিংসে এর মধ্যেই হয়ে গেছে তিন উইকেট। ম্যাচে ১০ উইকেট পেতে আর তার দরকার তিন উইকেট। একই টেস্টে সেঞ্চুরি আর ১০ উইকেটের ঘটনা টেস্টে আছে আর তিনটি। ইমরান খান, ইয়ান বোথাম আর সাকিব আল হাসানের সঙ্গে সেই তালিকায় নাম ওঠানোর সুযোগ মিরাজের। কেবল তা-ই নয়। ম্যাচে ১০ উইকেট নিতে পারলে দ্রুততম বাংলাদেশি হিসেবে টেস্টে ১০০ উইকেটও হয়ে যাবে মিরাজের।
এএন/০৩