মৌলভীবাজারে প্রথম দিনে ৮১৬ জন টিকা নিচ্ছেন

মৌলভীবাজার প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৭:৩১ অপরাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৭:৩১ অপরাহ্ন



মৌলভীবাজারে প্রথম দিনে ৮১৬ জন টিকা নিচ্ছেন

রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে টিকা প্রদান কার্যক্রম।

কার্যক্রমের দিনেই প্রথম টিকা গ্রহণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ।

এদিন এমপি নেছার আহমদের শরীরে টিকা প্রয়োগের পর টিকা নিতে আসেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কাননগো, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি এম এ সালাম, মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, সিনিয়র স্টাফ নার্স কৃষ্ণা রাণী দত্তসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পঞ্চাশোর্ধ ব্যক্তিরা।

এরপর ধারাবাহিকভাবে রেজিস্ট্রেশন অনুযায়ী শহরের বিভিন্ন শ্রেণীর মানুষকে টিকাদান করা হবে।

 সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় করোনার টিকা গ্রহন করতে নিবন্ধন করেছেন ৫৭৫৪ জন। 

আর জেলায় ৭ ফেব্রয়ারি টিকা নিবেন ৮১৬জন। এর মধ্যে মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালে টিকা গ্রহন করবেন ২৯৭জন, রাজনগরে ৫০জন, কুলাউড়ায় ৩৯জন, বড়লেখয় ১০০জন, শ্রীমঙ্গলে ২০০জন , জুড়ীতে ৩০ জন এবং কমলগঞ্জে ১০০জন।

জেলার ৭টি উপজেলায় ভ্যাকসিন প্রয়োগের সকল প্রস্তুতির অংশ হিসেবে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৮ টি বুথ এবং অন্য ৬ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে বুথে ভ্যাকসিন দেয়া হচ্ছে। প্রতিটি বুথে দু’জন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবী কাজ করবেন।

জনসংখ্যার আনুপাতিক হারে জেলার ৭টি উপজেলায় করোনার টিকা বরাদ্ধ হয়েছে কুলাউড়ায় ৫৫০০ ডোজ, রাজনগর ৩৫০০, জুড়ী ২৫০০, বড়লেখা ৪০০০, কমলগঞ্জ ৪০০০, শ্রীমঙ্গল ৫০০০, মৌলভীবাজার সদর ৫৫০০ ডোজ। মোট এডি সিরিঞ্জ ৬৪৮০০টি। প্রথম ধাপে জেলায় টিকা দেয়া হবে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, বিজিবি, সংবাদকর্মী, আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী, জনপ্রতিনিধি, ব্যাংক, বীমা প্রশাাসনের মাঠকর্মীসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সম্মুখ যোদ্ধাদের।

সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, টিকা গ্রহণকারীকে বুথের মধ্যে নির্দিষ্ট একটি জায়গায় আধা ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। টিকা গ্রহণের ফলে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তা মোকবিলায় সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এস এইচ/বি এন-২