জুড়ী প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
বর্হিবিশ্বে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাবেক ছাত্রলীগ কর্তৃক আয়োজিত মৌলভীবাজার জেলার নির্বাচিত মেয়র মহোদয়ের সাথে মত বিনিময় এবং ভাষা শহিদের স্মরণে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আগামী ১৭ ফেব্রুয়ারি রোজ বুধবার বাংলাদেশ সময় রাত ৮ ঘটিকার সময় ও কানাডা এবং আমেরিকার সময় সকাল ৯ ঘটিকা এবং ইংল্যান্ড দুপুর ২ ঘটিকা ও ইউরোপ দুপুর ৩ ঘটিকার সময় এ সভা অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার জেলার নির্বাচিত মেয়র'দের সাথে মত বিনিময় এবং ভাষা শহিদের স্মরণে ভার্চুয়াল আলোচনা সভায় কুইবেক আওয়ামীলীগ (কানাডা) এর সাবেক সাধারণ সম্পাদক আজিম আহমদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনায় থাকবেন মাননীয় বন ও পরিবেশ এবং জলবায়ূ পরিবর্তন মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন।
এতে আরো বিশেষ অতিথি হিসাবে উপস্তিত থাকবেন জুড়ী উপজেলা চেয়ারম্যান (বীরমুক্তিযোদ্ধা) এম.এ.মঈদ ফারুক,মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, বড়লেখা পৌরসভার মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যাপক শিপার উদ্দিন আহমদ, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপ-কমিটি'র সদস্য এস.এম জাকির হোসাইন।
এইচ আর/বি এন-৩