রাজনগর প্রতিনিধি
ফেব্রুয়ারি ০৭, ২০২১
১০:৪৭ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৭, ২০২১
১০:৪৮ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে কোভিড-১৯ এর প্রথম ভ্যাকসিন নিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউ.পি চেয়ারম্যান মিলন বখ্ত।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে স্থাপিত অস্থায়ী টিকাদান বুথে তাকে প্রথম ভ্যাকসিন প্রদানের মাধ্যমে উপজেলা পর্যায়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর ৩৫০ বায়েল অর্থাৎ সাড়ে ৩ হাজার ডোজ ভ্যাকসিন প্রেরণ করা হয়।
পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোল্ড চেইন রুমের আইএলআর এ সঠিক তাপমাত্রায় তা সংরক্ষণ করা হয়।
উপজেলার মোট ৩৬৪ জন কোভিড-১৯ এর ভ্যাকসিন নিতে আগ্রহী রেজিষ্ট্রেশনকৃত ব্যক্তিদের মধ্যে প্রথমদিনে ৫০ জনকে এসএমএসের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বয়ংক্রিয়ভাবে ভ্যাকসিন নিতে জানানো হয়েছে।
একই ব্যাক্তিদের তথ্য তালিকা আকারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে যারা ভ্যাকসিন গ্রহন করবেন তারা অবশ্যই সম্মতিপত্রে স্বাক্ষর করে ভ্যাকসিন বুথে জমা দিতে হবে বলে জানানো হয়েছে।
ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন কালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খাঁন, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: বর্ণালী দাশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মিছবাহুদ্দোজা ভেলাই, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, মুন্সীবাজার ইউ.পি চেয়ারম্যান ছালেক আহমদ, জেলা মহিলা যুবলীগের সভানেত্রী পারভীন বখ্ত, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
এস এফ/বি এন-১২