বড়লেখায় দিনমজুর পরিবারকে অর্থসহায়তা প্রদান

বড়লেখা প্রতিনিধি


ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ০৮, ২০২১
১২:১৯ পূর্বাহ্ন



বড়লেখায় দিনমজুর পরিবারকে অর্থসহায়তা প্রদান

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের একটি দিনমজুর পরিবারকে গৃহ পুনঃনির্মাণে অর্থসহায়তা প্রদান করেছে বড়লেখা ফাউন্ডেশন ইউকে। আজ রবিবার (৭ ফ্রেব্রুয়ারি) বিকেলে ঘরটি পুনঃনির্মাণ কাজ শেষ হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেছে কাঠালতলী সমাজকল্যাণ পরিষদ।

এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ।

এতে শিক্ষক তোফায়েল আহমদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এম. এ হাসান, শিক্ষক জাহাঙ্গীর আলম লস্কর, বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র প্রতিনিধি শিক্ষক শামীম আহমদ, ব্যবসায়ী কামরুল ইসলাম, ব্লাড ডোনেট ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক নাজিম উদ্দিন ও রাসেল আহমদ, কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সাজু, সদস্য কাওসার মির্জা রনি, সাব্বির আবির, মুর্শেদ আহমদ প্রমুখ।

কাঠালতলী সমাজকল্যাণ পরিষদের সভাপতি শিক্ষক দেলওয়ার হোসেন চৌধুরী ইমন জানান, দিনমজুর আব্দুল হান্নান অর্থের অভাবে ঘরটি মেরামত করতে পারছিলেন না। বিষয়টি জানতে পেরে আমরা ঘরটি পুনঃনির্মাণের উদ্যোগ নিই। বিষয়টি বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র দায়িত্বশীলদের জানাই। এরপরই তারা ঘরটি পুনঃনির্মাণে যাবতীয় খরচ প্রদান করেন। পাশাপাশি বড়লেখা ফাউন্ডেশন ইউকে'র অর্থায়নে আরও একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে ঘর নির্মাণ করে দেওয়া হবে। 

 

এজে/আরআর-০২