ক্রীড়া প্রতিবেদক
ফেব্রুয়ারি ২০, ২০২১
১২:১২ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ২০, ২০২১
১২:১২ অপরাহ্ন
টানা হারের বৃত্তে বন্দী এমকেবি প্লাটুন। নিজেদের তৃতীয় ম্যাচেও কুশিয়ারা রয়্যালসের বিপক্ষে ৩ উইকেটে হেরেছে দলটি।
টস জিতে প্লাটুনকে ব্যাটিংয়ে পাঠায় রয়্যালস। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেন এনামুল গালিবরা। প্লাটুনের পক্ষে মঈনুল ২৮ ও সায়েম ২০ রান সংগ্রহ করেন। রয়্যালসের হয়ে মাহবুব তিনটি ও আল আমিন দুটি সংগ্রহ করেন।
১০৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই লক্ষে পৌছে যায় দলটি। দলের পক্ষে আবিদ ৩৩ ও আল-আমিন ২৪ রান করেন। ব্যাট ও বল হাতে অবদান রাখায় ম্যাচসেরা হন আল আমিন।
আরসি-১২