‘খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরা যায়’

সিলেট মিরর ডেস্ক


ফেব্রুয়ারি ২১, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২১, ২০২১
০২:৪৬ পূর্বাহ্ন



‘খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে তুলে ধরা যায়’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘খেলাধুলা যুব সমাজকে সব সময় অন্যায় কাজ থেকে বিরত রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সবাইকে পারদর্শী হতে হবে। খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নিজেকে তুলে ধরা যায়। সিলেটের অনেকেই খেলাধুলার মাধ্যমে বিশে^র দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন।’

গত শুক্রবার রাতে নগরের কুমারপাড়া এলাকায় মাহা ফুটসালের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে এফসি এভিল ডেভিলস ও রানার আপ হয় এফসি ট্রাইডেন্ট। টুর্নামেন্টে বেস্ট গোল কিপারের পুরস্কার পান এফসি ট্রাইডেন্ট এর দাইয়ান আহমদ, ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন এফসি ট্রাইডেন্ট এর শাকিল আহমেদ, ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সাব্বির।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলক কবির চৌধুরী, আসিফ হায়দার চৌধুরী, মাহবুবুল কবীর চৌধুরী। আরও উপস্থিত ছিলেন, রাসু আহমদ, রেদওয়ান আহমদ চৌধুরী, শাহরিয়ার হোসেন সৌরভ, খুশু আহমদ, টিপু আহমদ, মেহেদি মাহাব রাহী, রৌশন আহমদ, মাজেদুর রহমান, নুন আহমেদ প্রমুখ।

আরসি-০৩