নদীতে নেই বাঁধ, ঝুঁকিতে নাইন্দার হাওর

মোহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, দোয়ারাবাজার


ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:৩৩ পূর্বাহ্ন


আপডেট : ফেব্রুয়ারি ২৮, ২০২১
০৩:৩৩ পূর্বাহ্ন



নদীতে নেই বাঁধ, ঝুঁকিতে নাইন্দার হাওর

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীর বাম তীরে ৫০০ মিটার ফসলরক্ষা বাঁধ না হওয়ায় কার্যত ঝুঁকিতে রয়েছে নাইন্দার হাওর। এ হাওরে চলতি বছর পানি উন্নয়ন বোর্ডের ১৭টি প্রকল্পে অন্তত ৩ কোটি টাকা ব্যয়ে ফসলরক্ষা বাঁধের কাজ চলছে। কিন্তু ২৪ নম্বর পিআইসি'র উত্তরপাশের চিলাই নদীর বাম তীর অংশের ৫০০ মিটারের মধ্যে বাঁধ না হওয়ায় আগাম বন্যায় ঢলের পানিতে হাওর তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, চিলাই নদীর বাম তীরে ৫০০ মিটার বাঁধ না হলে কোনো কাজে আসবে না হাওরের বাঁধ। হাওররক্ষা করতে হলে দ্রুত বাঁধ দেওয়ার ব্যবস্থা করতে হবে।

সরেজমিনে নাইন্দার হাওরের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখা গেছে, দ্রুতগতিতে এগিয়ে চলেছে ফসলরক্ষা বাঁধের কাজ। এ হাওরের ২৪, ২৫ ও ২৬ নম্বর পিআইসি'র দাবি, ফসলরক্ষা বাঁধের কাজ প্রায় ৮০ ভাগ শেষ হলেও এখনও তারা বিল পাননি। এজন্য তাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।  

নাইন্দার হাওরের ২৪ নম্বর পিআইসি'র সভাপতি আবদুল মান্নান বলেন, 'পাউবোর নিয়ম অনুযায়ী ফসলরক্ষা বাঁধের কাজ ৮০ ভাগ শেষ হলেও এখনও দ্বিতীয় বিল পাইনি। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে বার বার যোগাযোগ করলেও কোনো সুরাহা হচ্ছে না।'

২৫ নম্বর পিআইসি'র সভাপতি ফাহাদ বাদশা বলেন, 'বিল না পাওয়ায় আমরা কষ্টে আছি। আমাদের প্রকল্পের কাজ দ্রুত শেষ হয়ে যাবে।' 

নাইন্দার হাওরের বাম তীরের ফসলরক্ষা বাঁধের ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সাফিউল ইসলাম বলেন, 'চিলাই নদীর বাম তীরের ৫০০ মিটার বাঁধের কাজের বিষয়টি ইতোমধ্যে সমন্বয় কমিটির সভায় উত্থাপন করা হয়েছে।' 

তিনি আরও বলেন, 'ফান্ডে টাকা না থাকায় পিআইসিদের বিল দেওয়া যাচ্ছে না। আশা করছি দুই-তিনদিনের মধ্যে ফান্ডে টাকা এলে সকল পিআইসির বিল দেওয়া হবে।'

 

এইচএইচ/আরআর-১১