কুলাউড়া প্রতিনিধি
মার্চ ০৫, ২০২১
১২:৫০ অপরাহ্ন
আপডেট : মার্চ ০৫, ২০২১
১২:৫০ অপরাহ্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে টিভি অ্যান্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় রাসেল খাঁন স্মৃতি সংঘ ১-০ গোলে উদীয়মান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
আজ শুক্রবার (৫ মার্চ) বিকেল ৩টায় ইউনিয়নের কোনারবাড়ী একতা ফাউন্ডেশনের আয়েজনে নাছনী সরকারিপার সংলগ্ন মাঠে উদ্বোধনী আলোচনা সভায় একতা ফাউন্ডেশনের সভাপতি বিপদ দেব'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসরাম খাঁন বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমদ কলা, এ ওয়ান ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন এলাইছ, সাবেক ফুটবলার আব্দুল কাদির সুন্দর, কিলাত ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মাওলা আহাদ, ব্রাহ্মণবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, ইউছুফ তৈয়বুন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ আহমেদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক আবুল ফাত্তাহ পলাশ, হিংগাজিয়া সিনিয়র মাদরাসার প্রভাষক আব্দুল মনাফ, ইয়াং স্টার ক্লাবের সভাপতি সাইফুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক তারা মিয়া, সমাজসেবক মাসুদ রানা বাচনসহ একতা ফাউন্ডেশনের সকল সদস্য। আলোচনা সভা পরিচালনায় করেন সাধারণ সম্পাদক হাসান আহমদ ও মোজাম্মেল হক অপু।
জেএইচ/আরআর-০৩