জগন্নাথপুরে কৃষকদের তিনদিনের প্রশিক্ষণ শুরু

জগন্নাথপুর প্রতিনিধি


মার্চ ১৯, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ১৯, ২০২১
০২:১৫ পূর্বাহ্ন



জগন্নাথপুরে কৃষকদের তিনদিনের প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি চাষাবাদে আধুনিক প্রযুক্তির মাধ্যম দক্ষ কৃষক গড়ে তুলতে কৃষকদের অংশগ্রহণে ‘নিরাপদ ও লাগসই আধুনিক কৃষি প্রযুক্তি শীর্ষক দক্ষতা উন্নয়ন' বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) থেকে শুরু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইজা) সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ শুরু হয়।

উপজেলা কৃষি সেচ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান, পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়. দৈনিক ইত্তেফাক'র প্রতিনিধি আব্দুল হাই প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, 'প্রযুক্তির আধুনিকতায় প্রান্তিক চাষিদের দক্ষ করতে আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি। প্রশিক্ষণের প্রথমদিন জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় ৪০ জন কৃষক অংশ নিয়েছেন। আগামী শনিবার এ প্রশিক্ষণ শেষ হবে।'

উপজেলা কৃষি ও সেচ কমিটির সভাপতি জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান বিজন কুমার দেব বলেন, 'কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষ ও উন্নত করতে আমরা কাজ করছি। তথ্যপ্রযুক্তির এই যুগে ধানের পাশাপাশি বিভিন্ন সবজি ও ফলমূলের আবাদে প্রান্তিক চাষিদের উৎসাহিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।'

জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, 'কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকাশক্তি। তথ্যপ্রযুক্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। পরিবর্তনশীল কৃষি উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্যপ্রযুক্তির ব্যবহার সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

 

এএ/আরআর-০৪