২৫১ রানে অলআউট বাংলাদেশ

সিলেট মিরর ডেস্ক


মে ০১, ২০২১
১১:৪৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০১, ২০২১
১১:৪৪ পূর্বাহ্ন



২৫১ রানে অলআউট বাংলাদেশ

 

পাল্লেকেলে টেস্টে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৫১ রানে। এর মধ্যে মাত্র ৩৭ রানের মধ্যে শেষ ৭ উইকেট হারায় টাইগাররা। 

আজ শনিবার তৃতীয় দিন সকালের সেশনে ৩.৩ ওভার খেলার পর৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। এরপর ব্যাটিংয়ে নেমে এক পর্যায়ে ৩ উইকেটে ২১৪ রান করেছিল বাংলাদেশ। 

তখন ফলোঅন এড়াতে আর ৮০ রান দরকার ছিল। কে ভেবেছিল, মাত্র ৩৭ রানের মধ্যেই বাকি ৭ উইকেট হারিয়ে অলআউট হয়ে যাবে দল। প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ২৪২ রানে পিছিয়ে বাংলাদেশ।

তবে বাংলাদেশকে ফলোঅন না করিয়ে শ্রীলঙ্কাই আবার ব্যাট করতে নেমেছে। বোঝাই যাচ্ছে, দ্বিতীয় ইনিংসে আরও কিছু রান করে তাড়া করার জন্য বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্যই দিতে চায় স্বাগতিকেরা। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাগতিকরা তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে করেছে ১৭ রান। সব মিলিয়ে তারা লিড নিয়েছে ২৫৯ রান। 

এএন/০৬