সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২১
০৬:২৮ অপরাহ্ন
আপডেট : মে ০১, ২০২১
০৬:২৮ অপরাহ্ন
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন আলোচিত ওপেনার ইমরুল কায়েস। এছাড়া আইপিএলে ব্যস্ত থাকা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজ রহমানও স্কোয়াডে রয়েছেন।
আগামী ১২ মে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। এর আগেই ২ মে থেকে অনুশীলন করবেন বাংলাদেশে থাকা ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এরপরই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো এই সিরিজের ভেন্যু নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিক দল : তামিম ইকবাল খান, নাঈম শেখ, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শাহিদুল ইসলাম।
এএন/০১