সিলেট মিরর ডেস্ক
মে ০১, ২০২১
০৮:২৮ অপরাহ্ন
আপডেট : মে ০১, ২০২১
১০:০৫ অপরাহ্ন
হারারেতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে তিন দিনেই এক ইনিংস ও ১১৬ রানে হারল স্বাগতিক জিম্বাবুয়ে।
শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হাসান আলীর বোলিং তোপে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার তারিসা মুসাকান্দা। অধিনায়ক ব্র্যান্ডন টেইলর করেন ২৯ রান।
পাকিস্তানি পেসার হাসান আলী ৫টি উইকেট দখল করেন। দুই ইনিংস ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন এই ডানহাতি। দুটি উইকেট পান নোমান আলী।
এর আগে দ্বিতীয় দিন ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানে শেষ করা পাকিস্তান এদিন আরও ৫২ রান যোগ করে ৪২৬ রানে অলআউট হয়। আগের দিন নিজের দশম টেস্টে চতুর্থ সেঞ্চুরি করে অপরাজিত থাকা ফাওয়াদ আলম এদিন শেষ পর্যন্ত ১৪০ করে ব্লেসিং মুজারবানির বলে আউট হন। তিনি ২০৪ বলে ২০টি চারে নিজের ইনিংস সাজান।
জিম্বাবুয়ে বোলার মুজারবানি ৪টি উইকেট দখল করেন। এছাড়া ডোনাল্ড ট্রিপানো ৩টি উইকেট পান।
আগামী ৭ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
এএন/০৪