দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে ১১ কোটি ৬১ লাখ

সিলেট মিরর ডেস্ক


মে ০৭, ২০২১
০২:৫০ অপরাহ্ন


আপডেট : মে ০৭, ২০২১
০২:৫০ অপরাহ্ন



দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়ে ১১ কোটি ৬১ লাখ

মহামারিতে ইন্টারনেট ব্যবহার বাড়ছে। লকডাউনে অনেকেই অনলাইনে বেশি সময় কাটাচ্ছেন। আর এসব কারণে চলতি বছরের মার্চ মাসের শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ১১ কোটি ৬১ লাখ ৪০ হাজারে।

ফেব্রুয়ারি মাসে এই সংখ্যা ছিল ১১ কোটি ২৭ লাখ ১৫ হাজার। এক মাসের ব্যবধানে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৩৪ লাখ ২৫ হাজার। মোট ব্যবহারকারীর মধ্যে মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার। 

অপরদিকে ব্রডব্যান্ড (আইএসপি ও পিএসটিএন) ইন্টারনেট গ্রাহকের সংখ্যাও বেড়েছে। ব্রডব্যান্ড গ্রাহকের সংখ্যা ৯৮ লাখ ১০ হাজার, ফেব্রুয়ারি মাসের শেষে যা ছিল ৯৫ লাখ ২২ হাজার।

বিটিআরসি বলছে, মার্চের শেষে দেশে মোবাইল ফোন সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৪৬ লাখ ৩০ হাজার, ফেব্রুয়ারি মাসে যা ছিল ১৭ কোটি ৩৩ লাখ ৫৭ হাজার। এক মাসের ব্যবধানে এই সংখ্যা বেড়েছে ১২ লাখ ৭৩ হাজার।

বিটিআরসির সবশেষ তথ্য বলছে, চলতি বছরের মার্চে মোবাইল ইন্টারনেট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৬৩ লাখ ৩০ হাজার।

আরসি-০৫