জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে পাকিস্তান ২৬৮/৪

সিলেট মিরর ডেস্ক


মে ০৮, ২০২১
০৫:১৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৫:১৪ পূর্বাহ্ন



জোড়া সেঞ্চুরিতে প্রথম দিনে পাকিস্তান ২৬৮/৪

 

আবিদ আলী ও আজহার আলীর সেঞ্চুরিতে প্রথম দিনেই ৪ উইকেটে ২৬৮ রান করেছে পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাবে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম দিন টস জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানের শুরুটা ভালো ছিল না। দলীয় ১২ রানে আগের ম্যাচে নার্ভাস নাইন্টিজে আউট হওয়া ইমরান আলীকে হারায় দলটি। তবে দ্বিতীয় উইকেটে আজহারকে সঙ্গে জুটি গড়ে স্কোরবোর্ডে ২৩৬ রান যোগ করেন।

প্রায় সারা দিন ধুঁকতে থাকা জিম্বাবুয়ে স্বস্তি ফিরে পায় দ্বিতীয় নতুন বল নিয়ে। দারুণ এক স্পেলে এ জুটি ভাঙার পাশাপাশি দলের ইনফর্ম আরও দুই ব্যাটসম্যানকে তুলে নেন মুজারাবানি। আজহারকে মিল্টন শুম্বার ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন তিনি। পরের ওভারে অধিনায়ক বাবর আজমকে তুলে নেন কেভিন কাসুজার ক্যাচে পরিণত করে। এর পরের ওভারে তুলে নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ফাওয়াদ আলমকে। ১৬ রানের ব্যবধানে টপ অর্ডারের তিন উইকেট হারায় পাকিস্তান।

টেস্ট ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি তুলে ১২৬ রানে আজহার আউট হলেও ১১৮ রানে অপরাজিত আরেক সেঞ্চুরিয়ান আবিদ। টেস্টে এটা তার ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

জিম্বাবুয়ের পক্ষে ৪১ রানে ৩টি উইকেট পান মুজারাবানি। অপর উইকেটটি পেয়েছেন রিচার্ড এনগারাভা।

এএন/০২