জামালগঞ্জ প্রতিনিধি
মে ১০, ২০২১
০৪:২৫ পূর্বাহ্ন
আপডেট : মে ১০, ২০২১
০৪:২৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জামালগঞ্জে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৮ মে) বেলা আড়াইটায় বেহেলী ইউনিয়নের রাজাপুর-বাগহাঁটি ব্লকের রাস্তার পশ্চিমপাশ থেকে জামালগঞ্জ থানার পুলিশ নবজাতকের মরদেহটি উদ্ধার করে। পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে খিদমাতুল মাজেদ বীন নূরুলের মাধ্যমে লাশটি দাফন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জুলহাস উদ্দিন। তিনি জানিয়েছেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে হাজির হন। সেখান থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। কে বা কারা নবজাতকের মরদেহটি সেখানে ফেলে গেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি।
শিশুটির নাভির সঙ্গে গর্ভফুল সংযুক্ত ছিল এবং কুকুর মরদেহের পেছনের অংশ খেয়ে ফেলেছে বলে জানিয়েছেন তিনি।
বিআর/আরআর-০৬