এপ্রিলে আইসিসির সেরা ক্রিকেটার বাবর আজম

সিলেট মিরর ডেস্ক


মে ১১, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন


আপডেট : মে ১১, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন



এপ্রিলে আইসিসির সেরা ক্রিকেটার বাবর আজম

 

জানুয়ারি থেকে মাসের সেরা ক্রিকেটারদের পুরস্কার দিতে শুরু করেছে আইসিসি। প্রথম থেকেই দাপট দেখিয়েছে ভারতীয়রা। তবে এপ্রিল মাসে ছেলেদের বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত পাকিস্তানের বাবর আজম। আর নারীদের মধ্যে সেরা অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।

আইপিএল চলার কারণে এ মাসে আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি ভারত। জানুয়ারিতে সেরা হয়েছিলেন ঋষভ পন্থ, ফেব্রুয়ারিতে সেরা হন রবিচন্দ্রন অশ্বিন। মার্চে সেরার শিরোপা পান ভুবনেশ্বর কুমার। এ মাসে মনোনয়নই পাননি কোনো ভারতীয় ক্রিকেটার। মে মাসেও আন্তর্জাতিক ক্রিকেট খেলবে না ভারত। ফলে সেরা ক্রিকেটার হওয়ার দৌঁড়ে ভারতীয়দের থাকার সম্ভাবনা কম।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে ৮২ বলে ৯৪ রান করেন বাবর। পাকিস্তান ওই ম্যাচেও জিতেছিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দু’বার শতরান করেন তিনি। শেষ টি২০ ম্যাচে ৪৬ বলে ৫২ রান করেন পাকিস্তানের এই ব্যাটসম্যান।

অন্যদিকে, হিলি অস্ট্রেলিয়ার হয়ে সব ধরনের ক্রিকেটেই ভাল খেলেছেন। ব্যাট হাতে তার গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতে অস্ট্রেলিয়া।

এএন/০৩