ধর্মপাশা প্রতিনিধি
মে ১৮, ২০২১
০১:৫০ পূর্বাহ্ন
আপডেট : মে ১৮, ২০২১
০১:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের বাসায় গতকাল রবিবার (১৬ মে) রাতে চুরির ঘটনা ঘটেছে।
চোরেরা বাসার রান্নাঘরের দরজা কৌশলে খুলে বাসার ভেতরে ঢুকে মোবাইল সেট ও স্বর্ণালঙ্কারসহ ১ লাখ ৫৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস বাদী হয়ে সোমবার (১৭ মে) সকালে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা করেছেন। চোর সনাক্তকরণ ও মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এসএ/আরআর-০৪