বজ্রপাতে যুবক নিহত

দোয়ারাবাজার প্রতিনিধি


মে ১৯, ২০২১
১২:০১ পূর্বাহ্ন


আপডেট : মে ১৯, ২০২১
১২:০১ পূর্বাহ্ন



বজ্রপাতে যুবক নিহত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে তাহের উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের বন্দেহরি বিলের পাড়ে বজ্রপাতে নিহত হন ওই যুবক। তিনি সদর ইউনিয়নের তেগাংগা গ্রামের মৃত তাজু মিয়ার পুত্র।

জানা যায়, মঙ্গলবার বিকেলে তেগাংগা গ্রাম থেকে মাছ নিয়ে বাজারের উদ্দেশে রওয়ানা হলে সদর হাসপাতালের পাশে বন্দেহরি বিলের পাড়ে বজ্রপাতের শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, বজ্রপাতে মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের লোকজন লিখিত আবেদন করেছেন। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

 

এইচএইচ/আরআর-০২