হত্যা মামলায় ৩২ আসামির আত্মসমর্পণ

দিরাই প্রতিনিধি


মে ১৮, ২০২১
০৯:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ১৮, ২০২১
০৯:৩৪ অপরাহ্ন



হত্যা মামলায় ৩২ আসামির আত্মসমর্পণ

সুনামগঞ্জের দিরাইয়ে শাহ মুলুক হত্যা মামলার ৩২ আসামি দিরাই থানায় আত্মসমর্পণ করেছেন। মঙ্গলবার (১৮ মে) দুপুরে দিরাই থানায় স্বেচ্ছায় এসে  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন তারা। এ সময় এএসপি (দিরাই সার্কেল) আবু সুফিয়ানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আত্মসমর্পণকারীরা হলেন- পাবেল মিয়া (৩০), জয় তালুকদার (২৩), আজহার তালুকদার ২২), বাবু তালুকদার (২৫), রেজু তালুকদার (৩০), জসিম মিয়া (৩০), ছুতিল মিয়া (৫০), রুম্মান তালুকদার (২৫), ছোট মিয়া (৪০), ছলিম মিয়া (৫২), সুজা মিয়া (৪০), ছানোয়ার (৫৫), সোহাগ রাজা (৩৫), সারিক তালুকদার (৩০), আবুল খায়ের (৪৫), জাহাঙ্গীর (৫২), অমৃত তালুকদার (২৪), মুকুট তালুকদার (২৫), বখতিয়ার (২০), সোহেল মিয়া (৩০), সুজেল তালুকদার (৩৫), মেহেরাব তালুকদার (২৬), রেখানুর তালুকদার (৩৫), আব্দুল হাকিম (৩২), তফুর তালুকদার (৩৪), সালেহ আহমদ (৪০), হুমায়ূন তালুকদার (২২), ছাদেক নুর (২৫), কিবরিয়া (২৫), নাছির (২২), আবু ছালেহ (২৬) ও মীর হোসনে (২৭)।

উল্লেখ্য, গত ১৫ মার্চ উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরুন্নগর গ্রামে জমি সংক্রান্ত দ্বন্দ্বের জেরে গ্রামের সামছুল ইসলাম ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামছুল ইসলামের পক্ষের শাহ মুলুক (৫০) নিহত হন। পরদিন সামছুল ইসলাম বাদী হয়ে ৬৩ জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর দিরাই থানার পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ৭ জন ও আত্মসমর্পণ করা ৩২ জন ছাড়া অন্য আসামিরা পলাতক রয়েছেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, ৩২ জন আজ স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।

 

এএইচ/আরআর-০৫