সিলেট মিরর ডেস্ক
মে ১৮, ২০২১
০৮:৫৭ অপরাহ্ন
আপডেট : মে ১৮, ২০২১
০৮:৫৯ অপরাহ্ন
দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদ তারকাকে নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছেন ফ্রান্স জাতীয় দলের কোচ দিদিয়ে দেশম।
আগামী মাসে শুরু হতে যাওয়া ইউরোর জন্য মঙ্গলবার ২৬ সদস্যের দল ঘোষণা দেন দেশম। প্রতিযোগিতাটি মূলত গত বছর হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের প্রকোপে এক বছর পিছিয়ে সেটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।
সময়ের সেরা স্ট্রাইকারদের একজন হওয়া সত্ত্বেও অপ্রীতিকর এক কারণে দেশের হয়ে মাঠে নামা হচ্ছিল না বেনজেমার। অবশেষে সেই প্রতীক্ষার শেষ হতে যাচ্ছে।
ফ্রান্সের হয়ে বেনজেমা সবশেষ খেলেছিলেন ২০১৫ সালের অক্টোবরে। আর্মেনিয়ার বিপক্ষে ৪-০ ব্যবধানে ফরাসিদের জয় পাওয়া সেই ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি গোলে সহায়তা করেছিলেন তিনি।
এর কিছুদিন পরই বেনজেমার বিরুদ্ধে জাতীয় দলের সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ‘সেক্স টেপ’ দিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে, ওই বছরের ডিসেম্বরে ফ্রান্স দল থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়।
ফ্রান্স দল
গোলরক্ষক: হুগো লরিস, মাইক মাইনিয়ান, স্টিভ মাঁদাঁদা।
ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোয়া, লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিমপেম্বে, জুল কুন্দে, ক্লেমঁ লংলে, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, কুর্ত জুমা।
মিডফিল্ডার: এনগোলো কান্তে, তমাস লেমার, পল পগবা, আদ্রিয়াঁ রাবিও, মুসা সিসোকো, করেনতাঁ তোলিসো।
ফরোয়ার্ড: উইসিয়াম বেন ইয়েদের, করিম বেনজেমা, কিংসলি কোমান, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে, মার্কাস থুরাম।
এএন/০১