ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৭, ২০২৫
০৫:৩২ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৭, ২০২৫
০৫:৩৩ অপরাহ্ন



ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা ২৫ অক্টোবর


সিলেটের নাগরিক আন্দোলনের অন্যতম সংগঠক ও সুজন সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর স্মরণে নাগরিক শোক সভা আগামী ২৫ অক্টোবর  বিকেল ৪টায় সিলেটের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নজরুল একাডেমিতে সিলেটের বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকদের এক প্রস্তুতিমূলক সভায় ফারুক মাহমুদ চৌধুরী স্মরণে নাগরিক শোকসভা আয়োজনের সিদ্ধান্ত হয়।

সভায় শোকসভা আয়োজনের জন্য অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যকে আহ্বায়ক ও নাগরিক সংগঠক আব্দুল করিম কিমকে সদস্যসচিব করে ছয় সদস্যের আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক, বিশিষ্ট আইনজীবী ইরফানুজ্জামান চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব খায়রুল হাছান, আনোয়ার হোসেন সুমন, সুপ্রীম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী,  সিরাজ আহমদ, অ্যাডভোকেট হুমায়ুন রশিদ সোয়েব, নাজিকুল ইসলাম রানা, সন্জয় কান্ত দাস, হরি ধন দাশ, আবুল মুঈদ চৌধুরী, আবির খান, মাশরুখ জলিল, আয়শা আক্তার, মেহেদি হাসান, শারমিন আক্তার, তসলিমা আক্তার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ফারুক মাহমুদ চৌধুরী ছিলেন সিলেটের নাগরিক আন্দোলনের এক নির্ভীক কণ্ঠস্বর ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক। তাঁর জীবন ও আদর্শ আগামী প্রজন্মের নাগরিক সমাজকে অনুপ্রাণিত করবে।

স্মরণ সভার আয়োজক কমিটি মরহুম ফারুক মাহমুদ চৌধুরী’র বন্ধু, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সকল স্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থেকে তাঁকে শ্রদ্ধা জানাতে আহ্বান জানিয়েছে।

গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীতে ফারুক মাহমুদ চৌধুরী মৃত্যুবরণ করেন।


এএফ/০২