সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মপাশায় প্রতিবাদ সমাবেশ

সিলেট মিরর ডেস্ক


মে ১৯, ২০২১
০৬:১৮ অপরাহ্ন


আপডেট : মে ১৯, ২০২১
০৬:১৮ অপরাহ্ন



সাংবাদিক রোজিনাকে হেনস্তা ও গ্রেপ্তারের প্রতিবাদে ধর্মপাশায় প্রতিবাদ সমাবেশ

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে গত ১৭ মে প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মপাশায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের হাসপাতাল রোডস্থ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী  কার্যালয়ে গতকাল মঙ্গলবার (১৮ মে) বিকেল তিনটার দিকে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের পাশা হিমু। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি গিয়াস উদ্দিন রানা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ রেজভী, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ মুন, দপ্তর সম্পাদক সোহান আহমেদ, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র  সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ।

এসএ/বিএ-০৭