জগন্নাথপুর প্রতিনিধি
মে ২০, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
আপডেট : মে ২০, ২০২১
০৫:১৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কচুরকান্দি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে উজ্জ্বল চৌধুরী নামের এক যুবক নিহতের ঘটনায় তিন সহোদরকে মঙ্গলবার (১৮ মে) রাতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- কচুরকান্দি গ্রামের ইদ্রিস আলীর ছেলে রফিকুল ইসলাম হাসিম, আশিক আলী ও ইয়াতিবুল রহমান।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ মে) বিকেলে জগন্নাথপুরের কচুরকান্দি গ্রামের ফয়জুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি খালিছ মিয়ার লোকজন সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করলে উভয়পক্ষের মধ্যে আবারও বিরোধ দেখা দেয়। সোমবার বিরোধপূর্ণ জায়গা পরিদর্শনে যান ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ। এ সময় উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। এর মধ্যে খালিছ মিয়ার ভাতিজা উজ্জ্বল চৌধুরীর (২৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান। সংঘর্ষের ঘটনায় আহত অপর চারজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, সংঘর্ষে নিহতের ঘটনায় আটক তিনজনের মধ্যে একজনকে বুধবার (১৯ মে) সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। অপর দুইজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এএ/আরআর-০৮