রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ধর্মপাশায় মানববন্ধন

ধর্মপাশা প্রতিনিধি


মে ২০, ২০২১
১১:০৭ অপরাহ্ন


আপডেট : মে ২০, ২০২১
১১:০৭ অপরাহ্ন



রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ধর্মপাশায় মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে  আজ বৃহস্পতিবার (২০মে) দুপুর সোয়া ১২টার দিকে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কক্ষে  গত সোমবার বিকেল প্রায় ছয়ঘন্টা আটকে রেখে  নির্যাতন ও হেনস্তাকারীদের বিচার  এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন  করে।

মানববন্ধনে সাংবাদিকরা ছাড়াও বিভিন্নে শ্রেণির পেশার  মানুষ অংশ নেয়। উপজেলা প্রেস ক্লাবের সভাপতি  সাংবাদিক জুবায়ের পাশা হিমু এই মানববন্ধনে সভাপতিত্ব করেন।

প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ রেজভীর পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনটির সহসভাপতি সাংবাদিক মোফাজ্জল হোসেন সুবজ,  সাধারণ সম্পাদক  সাংবাদিক এনামুল হক এনাম, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ,ধরমপাশা সাহিত্য পরিষদের সভাপতি কবি আনিসুল হক লিখন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপমানববিষয়ক  সম্পাদক মহিউদ্দিন আহমেদ কনিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।

বক্তারা বলেন, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম অনুসন্ধ্যানী সাংবাদিকতায়  অন্যতম। তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছেন। এতে করে দুর্নীতিবাজদের আতে ঘা লেগেছে। তাই প্রতিহিংসাপরায়ণ হয়ে রোজিনা ইসলামকে হেনস্তা ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তা -কর্মচারীদেরকে আইনে আওতায় আনতে হবে। জেল জুলুম করে সুসাংবাদিকতা বন্ধ করা যাবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করে ঘটনায় জড়িতদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ব্যপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।   

এস এ/বি এন-১১