সুনামগঞ্জ প্রতিনিধি
মে ২১, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
আপডেট : মে ২১, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ে হামলার ঘটনায় গ্রামবাসীর দায়ের করা মামলার আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এই ঘটনায় ৪৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ।
বৃহস্পতিবার (২০ মে) ভোরে নিজ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গ্রেপ্তারকৃতরা হলেন- শাল্লা উপজেলার কাশিপুর গ্রামের এমদাদুল হকের ছেলে এখলাছুর রহমান রিপন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে জয়নুল মিয়া (৩৮), মাধু মিয়ার ছেলে বীর আলম বিকরুল (৪৫), দিরাই উপজেলার চন্দ্রপুর গ্রামের আব্দুল মনাফের ছেলে মো. মতিউর রহমান মুন্সি (৬০), একই উপজেলার নাচনি গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. শাহীন মিয়া (২৩) ও ফয়জুল ইসলামের ছেলে মো. রাকিব হোসেন (২২)।
ডিবির ওসি ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত এখলাছুর রহমান রিপন নোয়াগাঁওয়ের হামলার ঘটনায় নেতৃত্বদানকারীদের একজন। হামলার একদিন আগে থেকেই তিনি সক্রিয় ছিলেন।
কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ জানান, গ্রেপ্তারকৃত ৬ আসামিকে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের শাল্লা জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়ার আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
প্রসঙ্গত, জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যবিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা গত ১৭ মার্চ হামলা, লুটপাট ও ভাঙচুর চালায় শাল্লায় নোয়াগাঁও গ্রামের ৮৮টি বাড়িতে। এ সময় গ্রামের ৫টি মন্দিরও ভাঙচুর করা হয়। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে 'কটাক্ষ' করে দেওয়া কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় ওইদিন সকাল ৮ টা থেকে ১০টার মধ্যে এই তাণ্ডব চালানো হয়। এ ঘটনায় ৪টি মামলা হয়েছে।
এএম/আরআর-০৬