তাহিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

তাহিরপুর প্রতিনিধি


মে ২২, ২০২১
১০:১২ অপরাহ্ন


আপডেট : মে ২২, ২০২১
১০:১৪ অপরাহ্ন



তাহিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ মে) সকাল ১১টায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রামের মাহারাম নদীর উত্তরে বনুয়ার টুপ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম জাহাঙ্গীর আলম (২৭)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মাহারাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২১ মে) রাতের কোনো এক সময় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন মাহারাম নদীর উত্তরে বনুয়ারটুপ হাওরে দূর্বৃত্তরা জাহাঙ্গীর আলমকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। শনিবার সকালে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।


এএইচ/আরআর-০২