ধর্মপাশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

ধর্মপাশা প্রতিনিধি


মে ২৮, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২১
০৭:৩৩ অপরাহ্ন



ধর্মপাশায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের জনতা মডেল উচ্চবিদ্যালয় খেলার মাঠে শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব ১৭) শুরু  হয়েছে। উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. আবু তালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, ধর্মপাশা থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান, জয়শ্রী ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম আহমেদ, জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধব চন্দ্র সরকার প্রমুখ।

উদ্বোধনী খেলায় ধর্মপাশা সদর ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়শ্রী ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় রেফারির দায়িত্বপালন করেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুজিবুর রহমান। খেলায় ভাষ্যকারের দায়িত্বপালন করেন সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিনুক শঙ্ক দিপু।


এসএ/আরআর-০৩