জৈন্তাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন দরবস্ত ইউপি

প্রতিনিধি জৈন্তাপুর


মে ৩০, ২০২১
০৭:৪১ অপরাহ্ন


আপডেট : মে ৩০, ২০২১
০৭:৪১ অপরাহ্ন



জৈন্তাপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপে চ্যাম্পিয়ন দরবস্ত ইউপি

সিলেটের জৈন্তাপুরে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০২১ এ উপজেলা পর্যায়ের খেলায় দরবস্ত ইউনিয়ন দল ১-০ গোলে ফতেপুর ইউনিয়ন দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।

গতকাল শনিবার (২৯ মে) সকাল ১১টায় উপজেলা পর্যায়ের খেলায় ৬টি ইউনিয়নের ৬টি দল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শুরু হয়। কোয়ার্টার ফাইনাল পর্ব থেকে জৈন্তাপুর, দরবস্ত ও ফতেপুর দল সেমিফাইনালে উত্তীর্ণ হয়। আজ রবিবার (৩০ মে) সকালে সেমিফাইনাল খেলে দরবস্ত ও ফতেপুর ইউনিয়ন দল উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার সুযোগ লাভ করে।

বিকেল সাড়ে ৫টায় উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে ফেরীঘাট ক্যাপ্টেন রশিদ ফুটবল মাঠে ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভূমি) ফারুক হোসাইন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগির আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম আজাদ ভূইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সুলেমান হোসাইন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াহিয়া, চারিকাটা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক কুতুব উদ্দিন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ খেলা দেখতে উপস্থিত ছিলেন।

উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় দরবস্ত ইউনিয়ন দল ১-০ গোলে ফতেপুর ইউনিয়ন দলকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে৷ পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।


আরকে/আরআর-০৭