বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল ইউনিয়ন

শ্রীমঙ্গল প্রতিনিধি


জুন ০১, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
১২:০৯ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন শ্রীমঙ্গল ইউনিয়ন

শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ এর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে  শ্রীমঙ্গল ইউনিয়ন।

সোমবার (৩১ মে) বিকেল ৪ ঘটিকায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল আয়োজিত শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। তুমুল উত্তেজনাপূর্ন ফাইনাল খেলাটি খেলাটি ১-১ গোলে অমিমাংসিত হয়। ট্রাইব্রেকার শ্রীমঙ্গল  ইউনিয়ন ৬-৫ গোলে ১ নম্বর মির্জাপুর ইউনিয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন দাশগুপ্ত, সাবেক জাতীয় ফুটবলার ও ফুটবল একাডেমী শ্রীমঙ্গলের প্রশিক্ষক  ইকরামুর রহমান রানা, শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সুফি মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর,  সাবেক ফুটবলার পীযুষ দত্ত, এম এ মতিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় আবু সুফিয়ান সুফিল এর পিতা যত্রিক মিয়া,সাবেক গোল কিপার জাহেদ আহমেদ মনি, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, মাস্টার দুরুদ মিয়া প্রমুখ।

খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরন করেন।

টুর্নামেন্টে সেরা খেলোয়ার নির্বাচিত হয় শ্রীমঙ্গল ইউনিয়নের নাজমুল হাসান, সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয় শ্রীমঙ্গল ইউনিয়নের ইসহাক, ম্যান অবদ্যা ফাইনাল নির্বাচিত হয় মির্জাপুর ইউনিয়নের জাবলু।

খেলা পরিচালনা করেন মো. মিজানুর রহমান মিজান, সুদর্শন দাশ ও এমাদুর রহমান এমাদ।

জিকে/আরসি-০১