টোকিও অলিম্পিকে ইতিহস গড়তে যাচ্ছেন লরেল হাবার্ড

খেলা ডেস্ক


জুন ২১, ২০২১
০৮:০৬ অপরাহ্ন


আপডেট : জুন ২১, ২০২১
০৮:০৬ অপরাহ্ন



টোকিও অলিম্পিকে ইতিহস গড়তে যাচ্ছেন লরেল হাবার্ড


টোকিও অলিম্পিকে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছেন তৃতীয় লিঙ্গের একজন অ্যাথলিট। তিনি হলেন নিউজিল্যান্ডের লরেল হাবার্ড। নারীদের ডিসিপ্লিনে ভারোত্তোলন ইভেন্টে লড়বেন লরেল হাবার্ড।

৪৩ বছর বয়সী লরেল পুরুষ হয়ে জন্মেছিলেন। ৩০ বছর বয়সে তিনি নারীতে রূপান্তরিত হন। জুলাই-আগস্টে অনুষ্ঠিত হতে যাওয়া অলিম্পিকে নিয়ম পরিবর্তনের কারণে মঞ্চে ওঠার সুযোগ পাচ্ছেন তিনি।

এবারের অংশগ্রহণকারীদের ক্ষেত্রে নতুন করে নির্ধারণ করে দেওয়া হয়েছে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা। লরেলের সেই মাত্রা সম্পূর্ণ ঠিক আছে বলে জানা গেছে। আর সে কারণেই সুযোগ পাচ্ছেন তিনি। এর আগে পুরুষদের বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন লরেল।

সোমবার (২১ জুন) নিউজিল্যান্ড অলিম্পিক কমিটির এক বিবৃতিতে লরেল হাবার্ড বলেন, 'নিউজিল্যান্ডবাসী আমার প্রতি যে সমর্থন জানিয়েছে তাতে আমি কৃতজ্ঞ ও বিনীত।'

আসন্ন অলিম্পিকে নারীদের ৮৭ কেজি ভারোত্তোলন ক্যাটাগরিতে লড়বেন তিনি।

এএন/০৫