ভারতে ফের বেড়েছে প্রাণহানি

সিলেট মিরর ডেস্ক


জুলাই ১৭, ২০২১
০১:৪৭ অপরাহ্ন


আপডেট : জুলাই ১৭, ২০২১
০১:৪৭ অপরাহ্ন



ভারতে ফের বেড়েছে প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। তবে এই সংখ্যা গত ৩ দিন ধরেই ৬০০-র নিচে রয়েছে।

অবশ্য আগের দিনের তুলনায় কমেছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। পাশাপাশি দেশটিতে বেড়েছে সুস্থতার হার।

শনিবার (১৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৯০০।

সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ১৮ জন।

দেশটির দৈনিক মৃত্যু গত তিনদিন ধরেই ৬০০-র নিচে রয়েছে। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৯১ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সোয়া ৪ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ২৫ জন।

ভারতের মহারাষ্ট্রে এবং কেরালা রাজ্যে দৈনিক মৃত্যু হচ্ছে ১৫০-র আশপাশে। বাকি সব রাজ্যেই তা ৫০-র নীচে নেমেছে।

দৈনিক সংক্রমণও এই রাজ্যেই সবচেয়ে বেশি। কেরালায় তা সাড়ে ১৩ হাজারের, মহারাষ্ট্রে সাড়ে ৭ হাজারের বেশি। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যগুলোতেও সংক্রমণ পরিস্থিতি উল্লেখযোগ্য।

বি এন-০৩