সিলেট মিরর ডেস্ক
জুলাই ২৫, ২০২১
০৪:৫৭ অপরাহ্ন
আপডেট : জুলাই ২৫, ২০২১
০৪:৫৭ অপরাহ্ন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা। এছাড়া সুস্থতার সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত।
গত একদিনে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে সংখ্যায় অল্প হলেও ভারতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা।
রবিবার (২৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় সাড়ে ৬০০। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ১১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৫৫১ জন।
এদিকে সুস্থতার সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ফের কমেছে। দেশটিতে এখন সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৪২ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩০ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।
ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৩১ শতাংশ। টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।
এদিকে ভারতের বেশিরভাগ রাজ্যে সংক্রমণ কমলেও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা ও মহারাষ্ট্র। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩১ জন। অন্যদিকে মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ২৬৯ জন। অর্থাৎ এই দুই রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮০০ জন, যা রোববার ভারতের দৈনিক সংক্রমণের ৬২ দশমিক ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লাখ ১৮ হাজার ৭৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ৫৬৭ জনের। অন্যদিকে এক দিনে ভারতে ৫১ লাখ ১৮ হাজার ২১০ জনকে টিকা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতে টিকাদান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে ৪৩ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৮৬৪ জন টিকা পেয়েছেন।
বি এন-০২