নিজস্ব প্রতিবেদক
আগস্ট ০৭, ২০২১
০৩:২৯ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ০৭, ২০২১
০৩:৪৫ পূর্বাহ্ন
আগামীকাল শনিবার (৭ আগস্ট) সারাদেশের মতো সিলেট সিটি করপোরেশনে টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। নগরের ২৭টি ওয়ার্ডে ৮১টি কেন্দ্রে টিকা দেওয়া হবে।
এসব কেন্দ্রের তালিকা নগরবাসীর জানার সুবিধার্থে তুলে ধরা হলো-
নগরের ১ নম্বর ওয়ার্ডে দরগাহ গেইটস্থ কাউন্সিলর কার্যালয়, রাজারগলিস্থ নারী কাউন্সিলর কার্যালয়, মুহিবুর রহমান একাডেমি, পায়রা। ২ নম্বর ওয়ার্ডের চৌহাট্টাস্থ রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল, রসময় মেমোরিয়াল স্কুল। ৩ নম্বর ওয়ার্ডে মুন্সিপাড়াস্থ কাউন্সিলর কার্যালয়, রাধারাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলশাহ, শ্রীহট্ট সংস্কৃত কলেজ, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে দুটি বুথ, সূর্যের হাসি ক্লিনিক, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়, এভারগ্রিন কিন্ডার গার্টেন, শাহী ঈদগাহ, সৈয়দা মইনুদ্দিন নগর স্বাস্থ্যকেন্দ্র, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে থাকবে তিনটি বুথ, ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়, হলি সিটি পাবলিক স্কুল এন্ড কলেজ, সুবিদবাজারের বনকলাপাড়াস্থ বিট পুলিশিং কার্যালয়, ৮ নম্বর ওয়ার্ডে সিটি মডেল স্কুল এন্ড কলেজ, বিরেশচন্দ্র নগর স্বাস্থ্য কেন্দ্র ও সানরাইজ কমিউনিটি সেন্টার, ৯ নম্বর ওয়ার্ডে বাগবাড়ি বর্ণমালা নগর স্বাস্থ্য কেন্দ্র, পাঠানটুলা দ্বিপাক্ষিক হাই স্কুল, মদীনা মার্কেটস্থ বিদ্যানিকেতন স্কুল, ১০ নম্বর ওয়ার্ডে কাউন্সিল কার্যালয়, ঘাসিটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, লামাপাড়াস্থ জালালাবাদ স্কুল এন্ড কলেজ, ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ে থাকবে তিনটি বুথ, ১২ নম্বর ওয়ার্ডে শেখঘাট সূর্যের হাসি ক্লিনিকে তিনটি বুথ থাকবে, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়, মাছুদিঘীরপাড়স্থ সিলেট সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়, তোপখানাস্থ নগর স্বাস্থ্য কেন্দ্র, ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ে থাকবে দুটি বুথ ও ইবনে সিনা হাসপাতাল, ১৫ নম্বর ওয়ার্ডে ধোপদিঘীরপাড়স্থ নগর বিনোদিনী নগর মাতৃসদন কেন্দ্র, মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে দুই কেন্দ্র, ১৬ নম্বর ওয়ার্ডের চারাদিঘীপাড়স্থ বেবি কেয়ার স্কুল, নয়াসড়কস্থ কিশোরি মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই কেন্দ্র, ১৭ নম্বর ওয়ার্ডে কাজীটুলাস্থ সূর্যের হাসি ক্লিনিকে দুটি, শাহী ঈদগাহস্থ শাহীন স্কুলে একটি, ১৮ নম্বর ওয়ার্ডে কুমারপাড়াস্থ মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবন, আগপাড়াস্থ কাউন্সিলরের কার্যালয়, রাজবাড়ী আতিকুর রহমান সাবু সাহেবের বাসা, ১৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহী ঈদগাহস্থ শাহমির সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২০ নম্বর ওয়ার্ডে সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে দুটি, দেবপাড়াস্থ নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি, ২১ নম্বর ওয়ার্ডে শিবগঞ্জ সোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, টিলাগড় রাজপাড়াস্থ সূর্যের হাসি ক্লিনিক, ২২ নম্বর ওয়ার্ডে শাহজালাল উপশহরের বি ব্লকে শাহজালাল স্কুল, আই ব্লকের আই একাডেমি, ডি ব্লকের আদর্শ বিদ্যালয়, ২৩ নম্বর ওয়ার্ডে মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেন্দিবাগস্থ আব্দুল হামিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সীমান্তিক কমপ্লেক্সে নগর স্বাস্থ্য কেন্দ্র, ২৪ নম্বর ওয়ার্ডে কুশিঘাটস্থ গাজী বুরহান উদ্দিন মাদরাসা, টুলটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেররতন ওমরশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৫ নম্বর ওয়ার্ডে খোজারখলা আদর্শ সংঘে দুটি কেন্দ্র এবং কায়েস্তরাইল সমাজ কল্যাণ সমিতি, ২৬ নম্বর ওয়ার্ডে কদমতলীস্থ কাউন্সিলর কার্যালয়ে দুটি কেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্য কেন্দ্রে একটি, ২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর কার্যালয়ে একটি, গোটাটিকর নগর স্বাস্থ্য কেন্দ্রে একটি, হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি। এছাড়া সিলেট নগরের টিটি গেইটস্থ আরটিএম ইন্টারন্যাশাল কার্যালয়ে একটি কেন্দ্র রাখা হয়েছে।
আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে টিকা ক্যাম্পেইন শুরু হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যারা ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কেবল তারাই টিকা নিতে পারবেন।
আরসি-১৫