খেলা ডেস্ক
আগস্ট ১১, ২০২১
০৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১১, ২০২১
০৩:৩৩ পূর্বাহ্ন
স্বাগতিক ইতালিকে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরছে অস্ট্রিয়া। গতকাল মঙ্গলবার ইতালি মহিলা ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়েছে সফরকারী অস্ট্রিয়া মহিলা ক্রিকেট দল।
প্রথমে ব্যাট করে ইতালি নির্ধারিত ওভারে ৬ উইকেটে করেছিল ৯৮ রান। জবাবে অস্ট্রিয়া ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়।
আগের সোমবার ৬৭তম দেশ হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট অভিষেক হয় ইতালি মহিলা দলের। অভিষেক ম্যাচেই তারা পেয়ে যায় ঐতিহাসিক জয়। অস্ট্রিয়াকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখায় স্বাগতিকরা।
এএন/০৩