সাকিবকে অভিনন্দন জানালেন মালিঙ্গা

খেলা ডেস্ক


আগস্ট ১১, ২০২১
১২:৩৯ অপরাহ্ন


আপডেট : আগস্ট ১১, ২০২১
১২:৪০ অপরাহ্ন



সাকিবকে অভিনন্দন জানালেন মালিঙ্গা


ক্রিকেটের ক্ষুদে সংস্করণ টি-টোয়েন্টিতে লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন সাকিব। ৯ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে এমন কীর্তি গড়েন তিনি। এদিকে, নিজের রেকর্ডে ভাগ বসানোয় সাকিবকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেননি লঙ্কান সাবেক পেসার লাসিথ মালিঙ্গা।

সাকিবের অর্জন নিয়ে ক্রিকেইনফোর সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা হয়। আর সেখানে কমেন্ট করেন লাসিথ মালিঙ্গা। তিনি লেখেন, 'অভিনন্দন! সাকিব, আরো অনেক পথ যেতে হবে।'

নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা সাকিব যেন আরও ভয়ংকর হয়ে উঠছেন। ব্যাট হাতে এখনো তেমন জ্বলে উঠতে না পারলেও বল হাতে ছড়ি ঘোরাচ্ছেন তিনি। এমন পারফরমেন্সের পুরস্কারও পাচ্ছেন হাতেনাতে। টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডারের জায়গা পুনরুদ্ধার করেছেন। 

অন্যদিকে, আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। বুধবার এক বিবৃতিতে তার নাম ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।  মেয়েদের বিভাগে মাসসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর।

এএন/০৪