মৌলভীবাজার প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২১
১০:৫১ পূর্বাহ্ন
আপডেট : আগস্ট ১৬, ২০২১
১০:৫১ পূর্বাহ্ন
যুক্তরাজ্যে কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে 'এ লেভেল' সম্পন্ন করেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ির মরহুম শাহাব উদ্দিন আহমদ ও কুলসুমা খানম চৌধুরীর ছেলে তাজরিয়ান হোসেন (১৮)।
তাজরিয়ান যুক্তরাজ্যে তার মায়ের সঙ্গে বসবাস করছে। তারা তিন ভাই। বাবা শাহাব উদ্দিন আহমদ ২০১৫ সালে মৃত্যুবরণ করেন।
তাজরিয়ান দৈনিক সিলেট মিরর পত্রিকার ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি শহীদ আহমদ চৌধুরীর ভাগনে এবং মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী সফিক উদ্দিন আহমদ, গিয়াস উদ্দিন আহমদ ও নিয়াজ উদ্দিন আহমদের ভাতিজা। তার বাবা মরহুম শাহাবুদ্দিন আহমদ বাবা ও চাচাদের মধ্যে সবার ছোট।
তাজরিয়ান বড় হয়ে একজন আদর্শবান মানুষ হতে চায়। তার এই কৃতিত্বের পেছনে একমাত্র তার মায়ের অবদান রয়েছে বলে জানায় সে। তাজরিয়ান তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছে।
এএইচ/আরআর-০২