লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় ভারতের

খেলা ডেস্ক


আগস্ট ১৭, ২০২১
১১:২৯ পূর্বাহ্ন


আপডেট : আগস্ট ১৭, ২০২১
১১:২৯ পূর্বাহ্ন



লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় ভারতের


ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে রোমাঞ্চকর জয় পেল ভারত। মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও ইশান্ত শর্মাদের দুর্দান্ত নৈপূণ্যে স্বাগতিকদের ১৫১ রানে পরাজিত করেছে কোহলিবাহিনী। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। 

জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত তারা ১২০ রানে অল আউট হয়ে যায়। ফলে ১৫১ রানে জয় পায় ভারত। মোহম্মদ সিরাজ চারটি, জসপ্রিত বুমরাহ তিনটি, ইশান্ত শর্মা দুটি ও একটি উইকেট নেন মোহম্মদ সামি।

প্রথম ইনিংসে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ৩৬৪ রান সংগ্রহ করে ভারত। জবাবে অধিনায়ক জো রুটের ১৮০ রানের ইনিংসে ভর করে ৩৯১ রান করে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পায় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ২৯৮ রান তোলার পর ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহলি। এতে জয়ের জন্য ২৭২ রানের লক্ষ্যে পায় স্বাগতিকরা।

এএন/০৪