দক্ষিণ আফ্রিকায় নিহত চয়নের দাফন সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০১, ২০২১
০৬:২৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০১, ২০২১
০৬:২৫ অপরাহ্ন



দক্ষিণ আফ্রিকায় নিহত চয়নের দাফন সম্পন্ন

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের ফেঞ্চুগঞ্জের যুবক মো. মিজানুর রহমান চয়নের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় দুপুরে সেখানে চয়নের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার বড় ভাই লিটন।

তিনি বলেন, ইথিওপিয়ান এক ইমাম জানাজার নামাজ পড়ান। বাঙালি কমিনিউটির সদস্যরা ছাড়াও অনেক আফ্রিকান নাগরিক জানাজায় অংশ নেন। 

নিহত মিজানুর রহমান চয়ন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের মরহুম মো. শফিকুর রহমান লিলু মিয়ার ছেলে। তিনি প্রায় দেড় যুগ থেকে দক্ষিণ আফ্রিকায় বসবাস করছিলেন। সেখানে তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। 

গত রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় (স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা) দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেইপ প্রদেশের ক্যাথচার্ট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মো. মিজানুর রহমান চয়ন।

জানা গেছে, মিজানুর রহমান চয়ন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে এক মুসলিম মেয়েকে বিয়ে করে স্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি। বিবাহিত জীবনে তার ১৩ বছরের এক ছেলে ও ৪ বছরের এক মেয়ে রয়েছে।


এসএ/আরআর-০২