সিলেট-৩ আসনে ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২১
০৮:২৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০১:১৪ অপরাহ্ন



সিলেট-৩ আসনে ভোটগ্রহণ শুরু

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত আসনের উপনির্বাচনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকাল থেকে কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। ১৪৯টি কেন্দ্রের সবগুলোতেই ইভিএম-এ ভোটগ্রহণ চলছে। সব কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তিন উপজেলায় ভোটার সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৮৭৩ জন।

ভোট শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। তবে দুপুরের দিকে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির হয়ে লড়ছেন আতিকুর রহমান আতিক, স্বতন্ত্র হিসেবে মোটরগাড়ি প্রতীকে সাবেক বিএনপি নেতা শফি আহমেদ চৌধুরী এবং কংগ্রেসের পক্ষে দাঁড়িয়েছেন জুনায়েদ মোহাম্মদ মিয়া।

আরসি-০৮