ভোট দিলেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ০৪, ২০২১
০৯:৫২ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০১:১৫ অপরাহ্ন



ভোট দিলেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ১৪৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোগটগ্রহণ শুরু হয়।

সকালেই ভোট দিয়েছেন নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব। 

সকাল সোয়া ৮টার দিকে তিনি তার নিজ ভোটকেন্দ্র দক্ষিণ সুরমার কামালবাজারের ধরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এ সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন। 

ভোট দিয়ে নিজের প্রতিক্রিয়ায় হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নির্বাচনকে ঘিরে তিন উপজেলা উৎসবমুখর হয়ে উঠেছে। ভোটাররা কেন্দ্রে আসছেন। সকাল থেকে অনেক বয়স্ক ভোটার কেন্দ্রে এসে ভোট দিয়েছেন। আশা করছি ভোটারদের ব্যাপক উপস্থিতিতে সুন্দরভাবে ভোটগ্রহণ শেষ হবে।’

উপনির্বাচনে হাবিব ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও তিনজন। তারা হলেন, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক, বিএনপি থেকে বহিস্কৃত ও সাবেক সাংসদ শফি আহমেদ চৌধুরী এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া।

এনএইচ/আরসি-১০